কালেরকন্ঠ ◑
কক্সবাজারের উখিয়ার পালংখালী বাসস্টেশনে পুলিশকে মারধর করে গ্রেপ্তার করা ইয়াবা কারবারি নুরুল হককে ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ কারবারির দল।
এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার পুলিশ জানায়, পালংখালী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুল হকের বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গত রাতে পুলিশ তাঁকে পালংখালী বাসস্টেশনের আলমগীর মার্কেটের সামনে পেয়ে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের খবর পেয়ে স্টেশনের অন্য ইয়াবা কারবারিরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেয়।
উখিয়া থানার ওসি নুরুল ইসলাম ভুঁইয়া জানান, ইয়াবা কারবারিরা পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এতে অন্তত তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান, উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-