টেকনাফে মিয়ানমার থেকে আসা জাহাজে মিলল মদ ও বিয়ার

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑ 

মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আসা পণ্যবাহী একটি বাণিজ্যিক জাহাজে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশী বিয়ার ও মদের বোতলসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়, ৩ জানুয়ারী রাতের প্রথম প্রহরে টেকনাফে সিজি ষ্টেশনের দায়িত্বরত কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের তথ্য অনুযায়ী টেকনাফ স্থলবন্দরে আসা একটি বানিজ্যিক জাহাজ তল্লাশী করে একটি বস্তার ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ বিদেশী মদ-বিয়ার উদ্ধার করা হয়েছে। এই মাদক গুলোর সাথে জড়িত থাকার অপরাধে ২ ব্যাক্তিকে আটক করা হয়েছে।

এসময় বৈধ ব্যবসার আড়ালে অবৈধ কাজে ব্যবহার হওয়া পন্যবাহী ১টি বানিজ্যিক জাহাজও জব্দ করেছে কোস্টগার্ড। ধৃত মাদক পাচারকারীরা হচ্ছে, মিয়ানমার নাগরিক পাইপুতুন (৩৭),
টেকনাফ সদর ইউনিয়ন কেরুনতলী এলাকার মোঃ ইসলামের পুত্র মোঃ কামাল হোসেন (৩০)।

এদিকে উদ্ধারকৃত মাদক গুলো কোস্টগার্ড অফিসে এনে গণনা করে ৮৬৪ ক্যান বিয়ার, ৪৫টি হুইস্কি মদের বোতল পাওয়া যায়। এব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক দুই অপরাধী ও জব্দকৃত বানিজ্যিক জাহাজটি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন কোস্টগার্ড চট্রগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া।

আরও খবর