সাধারণত কিডনির ভিতরে কঠিন পদার্থ জমা হয়ে কিডনিতে পাথর হয়। নানা কারণে এটা হতে পারে।
কিডনিতে পাথর হলে কিছু উপসর্গের মাধ্যমে এর লক্ষণ প্রকাশ পায়। যেমন-
১. কিডনিতে পাথর জমলে পিঠে, পাঁজরের নিচে, পেটের পাশে তীব্র ব্যথা অনুভূত হয়। যদি পাথর বড় হয় তবে প্রভাবিত অঞ্চল ফোলা্ও হতে পারে।
২. প্রসাবের সময় যদি প্রতিবার পেটে তীব্র ব্যথা অনুভব করেন তাহলে তা কিডনিতে পাথর জমার উপসর্গ হতে পারে। অবশ্য এ ধরনের ব্যথা মূত্রাশয়ে সংক্রমণ হলেও হতে পারে।
৩. কিডনিতে পাথর জমলে প্রসাবের সঙ্গে রক্তপাত হতে পারে। এছাড়া প্রসাবের রঙ যদি লাল, গোলাপি কিংবা বাদামি রঙের হয় তাহলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
৪. কিডনিতে পাথর জমলে প্রসাবের পরিমাণ বেড়ে যায়।
৫. কিডনিতে পাথর জমলে কেউ কেউ ঠিকমতো দাঁড়াতে, বসতে কিংবা শুয়ে থাকতে পারেন না। সবসময়ই অস্বস্তি বোধ করেন। পেটে অসহ্য যন্ত্রনা হয়। ৬. কিডনিতে পাথর জমা হলে পেটে তীব্র ব্যথার সঙ্গে বমি বমি ভাব এবং বমি হয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-