উখিয়া উপজেলার রত্নাপালং ও হলদিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নুর আলী চৌধুরী’র পুত্র আলহাজ্ব ডা. ফরিদ আহমদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
ডা. ফরিদ আহমদ চৌধুুরী বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে চট্রগ্রাম শহরের মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
আজ শুক্রবার দুপুর ৩টার দিকে পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
বিশিষ্ট সমাজসেবক, সাবেক গুণী শিক্ষক আলহাজ্ব ডা. ফরিদ আহমদ চৌধুরী’র মৃত্যূর খবরে উখিয়া ও পাশ্ববর্তী এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
এদিকে আলহাজ্ব ডা. ফরিদ আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কক্সবাজার জার্নাল ডটকম পরিবার।
এক শোক বার্তায় মরহুমের রূহের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন কক্সবাজার জার্নাল ডটকম পরিবার।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-