টেকনাফ প্রতিনিধি ◑ সারা দেশের মতো বুধবার (১ জানুয়ারি) বই উৎসব পালিত হয়েছে কক্সবাজারের টেকনাফেও। তবে এদিন নতুন বই তুলে দেওয়ার পাশাপাশি শতাধিক শিক্ষার্থীর ভর্তি ফি মওকুফ করার ঘোষণা দেন স্থানীয় এমপি। সদর ইউনিয়নের লম্বরী মকলাবানু উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীর ভর্তি ফি মওকুফ করেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) এর সংসদ সদস্য শাহিন আক্তার চৌধুরী।
লম্বরী মকলাবানু উচ্চ বিদ্যালয়ের হল রুমে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহিন আক্তার চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক এমপি আব্দুর রহমান বদি। তিনি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি হিসেবে নগদ অর্থ বিতরণ করেন।
এমপি শাহিন আক্তার চৌধুরী বলেন, ‘একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই সারাদেশে একযোগে শিশুদের মধ্যে বিনামূল্য বই বিতরণ করতে পেরেছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই। তাই সবাইকে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে মানসম্মত শিক্ষা অর্জনের কোনও বিকল্প নেই। এজন্য শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের আরও বেশি আন্তরিকতা প্রয়োজন।’
এই বই উৎসবে স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহির হোসেন এমএ, পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশিষ বোস, আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন মেম্বার, নজরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ উল্লাহ ও সাংবাদিক নুরুল হক প্রমুখ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-