ফজিলাতুন্নেসা বাপ্পী মারা গেছেন

ডেস্ক রিপোর্ট ◑ যুবলীগ নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি আর নেই। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহে…রাজিউন) । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে গত শনিবার (২৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। এর তার অবস্থার অবনিত হলে তাকে লাইফসাপোর্টে রাখা হয়। এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছিলেন, ‘মূলত শ্বাসকষ্টের জন্যই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’

প্রসঙ্গত, বাপ্পি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। ছিলেন জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদের সদস্য। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায়।

আরও খবর