রোহিঙ্গা শিবিরে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

শহিদুল ইসলাম, উখিয়া ◑

কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুই হাজার তিনশত আশি পিস ইয়াবা সহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ক্যাম্প পুলিশ।

আটককৃতরা হলেন, উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের আবু ছিদ্দিকের ছেলে আবদুল মুনাফ (৩৪) ও জিয়াউর রহমানের স্ত্রী মিনারা বেগম (২৬)।

গতকাল বু্ধবার দুপুর দুইটার দিকে এ অভিযান চালানো হয়। এ ব্যাপারে উখিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। এ ব্যাপারে মধুরছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন মাদকদ্রব্য সহ দুই রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি আবুল মনসুর সত্যতা স্বীকার করেন।

আরও খবর