চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা রোধে জাম্প স্টিক

চট্টগ্রাম ◑ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া-দোহাজারী পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কে ২০ পয়েন্টে বসানো হচ্ছে জাম্প স্টিক (গতিরোধক)।

মহাসড়কের পাশে পটিয়া, চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলা অংশে প্রায় ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ৫০ হাজার শিক্ষার্থীকে প্রতিদিন ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হতে হয়।

এ মহাসড়কের চট্টগ্রামের পটিয়া অংশে ভেল্লাপাড়া থেকে দোহাজারী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারের মধ্যে কোনো ধরনের ওভারব্রিজ নেই। প্রায় ১০ মিটার প্রস্থ সরু এ মহাসড়কের দু’পাশে ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব দুর্ঘটনা রোধ ও শিক্ষার্থীদের নিরাপদ পথচলা মাথায় রেখে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর দোহাজারী বিভাগ উদ্যোগ নিয়েছে জাম্প স্টিক নির্মাণের।

বুধবার সরেজমিনে দেখা যায়, মহাসড়কের পটিয়া উপজেলা এলাকায় অবস্থিত স্কুল ও ঝুঁকিপূর্ণ বিভিন্ন পয়েন্টে জাম্প স্টিক নির্মাণ করছে সওজ।

এ বিষয়ে জানতে চাইলে সওজ চট্টগ্রামের (দোহাজারী বিভাগ) নির্বাহী প্রকৌশলী সৌমেন সিংহ বলেন, এ সড়কটিতে সাম্প্রতিক সময়ে দুর্ঘটনা বেড়ে গেছে। মৃত্যু ও আহতের সংখ্যা দিন দিন বাড়ছে। দুর্ঘটনা রোধে মহাসড়কের লাগোয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ও ঝুঁকিপূর্ণ মোট ২০টি পয়েন্টে জাম্প স্টিক নির্মাণ করা হচ্ছে। যাতে দুর্ঘটনা রোধ হয় এবং শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্বিগ্ন হতে না হয়। এছাড়া মহাসড়কের পাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডিজিটাল সাইনবোর্ড দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর