কক্সবাজার থেকে ইয়াবা পাচার: মা-ছেলে গ্রেপ্তার

চট্টগ্রাম ◑ চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার নতুন রেলস্টেশনের সামনে থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ এক নারী ব্যবসায়ী ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার নতুন রেলস্টেশন সংলগ্ন হোটেল ম্যানিলার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকার হারুন অর রশিদের স্ত্রী মর্জিনা বেগম ও তার ছেলে কাউছার আহমেদ তুহিন। তারা ঢাকার রামপুরা থানার বনশ্রী আবাসিক এলাকার এ-ব্লকের ৬ নম্বর সড়কে বসবাস করেন।

সিএমপির সিনিয়র সহকারী কমিশনার নোবেল চাকমা বলেন, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে গ্রেপ্তাররা ঢাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। এর আগেও তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় বিক্রি করেছেন বলে স্বীকার করেছেন।

২০১৬ সালে ঢাকার শ্যামপুর থানায় ৮ হাজার ইয়াবাসহ ধরা পড়েছিলেন মর্জিনা। ছয় মাস পর কারাগার থেকে বেরিয়ে রামপুরা এলাকায় ফের ইয়াবা বিক্রি শুরু করেন। পরে মর্জিনা ও তার ছেলে মিলে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় পাইকারি বিক্রি শুরু করেন। মর্জিনার বিরুদ্ধে শ্যামপুর থানায় দুটি এবং তুহিনের নামে রামপুরা থানায় একটি মামলা রয়েছে।

আরও খবর