রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা

শহিদুল ইসলাম, উখিয়া ◑

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটি।

১১সদস্যের নেতৃত্ব দেন সাবেক সেনা কর্মকর্তা ও সভাপতি মোহাম্মাদ সুবিদ আলী ভূইয়া।

বু্ধবার দুপুরে উখিয়ার কুতুপালং -৪এর ক্যাম্প ইনর্চাজ কার্যালয়ে এক বৈঠকে মিলিত হন। এসময় রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক বিষয়ের খোঁজ খবর নেন।

বর্তমানে ক্যাম্প অভ্যন্তরে আইনশৃঙ্গলা পরিস্থিতি জানতে চান। তবে সাংবাদিকদের সাথে কোন কথা হয়নি।

এসময় সাথে ছিলেন মো:ইলিয়াস উদ্দীন মোল্লা, মো:মোতাহার হোসেন, নাজমুল হাসান,মোহাম্মদ নাসির উদ্দীন,মো:মুহিবুর রহমান, কক্সবাজার জেলা প্রশাসক মো:কামাল হোসেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন, ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মাহাবুব রহমান, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী রবিন। বিকাল সাড়ে পাঁচটার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন।

আরও খবর