মহেশখালীতে বজ্রপাতে নিহত ১, আহত ১

হারুনর রশিদ, মহেশখালী:

কক্সবাজারের মহেশখালী উপজেলাতে বজ্রপাতে এক ব্যক্তি নিহত ও অপর একজন আহত হয়েছে। পহেলা জানুয়ারী বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই বড়মহেশখালীর ফকিরাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। তারা দুইজনই লবণ মাঠে কাজ করছিলো।

নিহত ব্যক্তি হলেন, উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরা ঘোনা গ্রামের আহমদ কবির(৩২)। তিনি ওই এলাকার মৃত্যু আমির গোলালের ছেলে। একই ইউনিয়নের মাহারা পাড়া গ্রামের নুরুল করিবর নামের অপর একজন আহত হয় বজ্রপাতে।

স্থানীয়রা জানান, বজ্রপাতে নিহত ও আহত ব্যক্তি লবণ মৌসুমের শুরুর দিকে মাঠে কাজ করছিল। এমন সময় তারা বজ্রপাতের কবলে পড়েছিল।

বড় মহেশখালী ইউপির স্থানীয় মেম্বার জিল্লুর রহমান মিন্টু বিষয়টি নিশ্চিত করে বলেন- বুধবার সকালে প্রবল বজ্রপাতে একজন নিহত এবং অপরজন আহত। আহতকে কক্সবাজার সদর হাসপালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আরও খবর