ডেস্ক রিপোর্ট ◑ নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২৩ মামলার আসামি এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম মো. শাহাদাত হোসেন ওরফে শাহাদাত ডাকাত (৩৯)।
সোমবার ভোর ৫টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী গ্রামে এই ঘটনা ঘটে। তার আগে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
নিহত শাহাদত উপজেলার রামপুর গ্রামের বেলায়েত হোসেন ওরফে বেলুর ছেলে।
পুলিশ জানায়, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ১৩ রাউন্ড কার্তুজ, দু’টি ছোরা, দু’টি রামদাসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন। নিহত শাহাদাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান জানান, রোববার রাতে ডাকাত সর্দার শাহাদাতকে চৌমুহনী থেকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে ডাকাতির প্রস্তুতিকালীন সময়ে কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে শাহাদত গুলিবিদ্ধ হলে তাকে প্রথমে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-