পলাশ বড়ুয়া:
কক্সবাজারের উখিয়ায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। আজ সোমবার সকালে রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তুলাতলি নতুন বিট অফিস পাহাড়ের পশ্চিম দিকে জাফর আলম (৫০) নামে টমটম চালকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
জাফর রত্নাপালং ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কালু’র ছেলে। তিনি তুলাতলি স্টেশনে প্রতিদিন ইজিবাইক (টমটম) চার্জ দেয়। কিন্তু গতরাতে চার্জ দিতে যাননি। গাড়ীটি রাস্তায় পার্কিং করা অবস্থায় থাকলেও একটি পাহাড়ের নিচে তার মরদেহ পড়ে আছে। তার দুই ছেলে প্রবাসে আছে। কষ্ট করে সম্প্রতি আর্থিক স্বচ্ছল হয়েছে। তার সাথে কারো বিরোধ নেই বলেও জানিয়েছেন স্থানীয়রা।
রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী এক ব্যক্তির মরদেহের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা কি হত্যাকান্ড নাকি স্বাভাবিক মৃত্যু বুঝা যাচ্ছে না। কোথাও কোন আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না।
এ প্রসঙ্গে উখিয়া থানার ওসি মো: আবুল মনসুরের ফোনে যোগাযোগ করা হলে খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিউটি অফিসার।
এদিকে গতকাল রোববার পারিবারিক কলহে বাবার হাতে ছেলে খুন। এর আগে গরু ক্ষেত নষ্ট করার বিরোধে যুবক খুন। একই পরিবারে শিশুসহ ৪ জনকে জবাই করে হত্যা। ইজিবাইক চালক মাহবুব আলম খুন। এনজিও কর্মীকে জবাই করে হত্যাসহ উখিয়ার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি, অধ্যক্ষ হামিদুল হক চৌধরীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-