উখিয়া প্রতিনিধি : কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম সড়কে রামু হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সহ দুই জনকে আটক করেছে।
২৯ ডিসেম্বর (রবিবার) সকাল নয়টার সময় রামুক্রসিং হাইওয়ে থানাধীন তুলাবাগান নামক স্থানে গোপন সংবাদের ভিওিতে ককক্সবাজার গামী মোটরসাইকেল তল্লাশী করে ৫ হাজার ইয়াবা পাচার কালে দুই পাচারকারী সহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক আসামীদের নাম মোঃ আব্দুর রহিম (২৮) ও মোঃ আলমগীর (৩৯)।
এ বিষয়ে রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আব্দুল্লাহ জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-