কক্সবাজারে আবাসিক হোটেলে অভিযান: ইয়াবা ও অস্ত্রসহ আটক-৪

 

ডেস্ক রিপোর্ট ◑ কক্সবাজার কলাতলি হোটেল-মোটেল জোনের হোটেল পিংক শোরে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক, বিপুল পরিমাণ ইয়াবা ও ২টি কিরিচসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার ২৮ ডিসেম্বর রাত পৌনে ১১ টার দিকে কক্সবাজার সদর মডেল থানার এস আই তৈয়মুরের নেতৃত্বে একদল পুলিশ ওই হোটেলের অফিস কক্ষে এ অভিযান চালান।

কক্সবাজার সদর মডেল থানার এসআই তৈয়মুর জানান, শনিবার ২৮ ডিসেম্বর রাত পৌনে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোটেল পিংক শোরে অফিস কক্ষে অভিযান চালানো হয়।

উদ্ধার হওয়া দেশীয় তৈরি অস্ত্র ও ইয়াবা।

কক্সবাজার সদর মডেল থানার এসআই তৈয়মুর জানান, শনিবার ২৮ ডিসেম্বর রাত পৌনে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোটেল পিংক শোরে অফিস কক্ষে অভিযান চালানো হয়।

এসময় সেখানে রক্ষিত একটি দেশীয় তৈরি কাটা বন্দুক, ২টি কিরিচ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, সেখানে উপস্থিত ৪ জনকে আটক করা হয়। তবে তিনি তাৎক্ষণিক আটককৃতদের নাম পরিচয় এবং উদ্ধার করা ইয়াবার পরিমাণ জানাতে পারেনি।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও খবর