ভ্রমণ পিপাসুদের কাঙ্ক্ষিত গন্তব্য সেন্ট মার্টিন। যদিও অপরূপ সে দ্বীপ ভ্রমণে সতর্কতা মেনে চলেন না অনেকে। যে কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দ্বীপের পরিবেশ জীববৈচিত্র্য। এমনই এক নিদর্শন মিলল ফেইসবুকে।
ইমরানুল আলম নামে এক ব্যক্তি শনিবার তার ফেইসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায় মাছের পেট থেকে বেরিয়ে আসছে প্লাস্টিকের একটি ছোট প্যাকেট।
ফেইসবুকে ইমরানুল আলম তার পরিচয় লিখেছেন একটি রিসোর্টের শিক্ষানবিশ কর্মী হিসেবে।
ভিডিওতে দেখা যায় সেখানে কয়েকটি কোরাল মাছ কাটা হচ্ছে। একটি কোরাল মাছের পেটের ভেতর থেকে উঁকি দিচ্ছে প্লাস্টিকের প্যাকেট। পরে ইমরানুল পুরো প্যাকেটটি বের করে আনেন।
ভিডিওতে তিনি এ বিষয়ে হতাশা প্রকাশ করেন। প্রকৃতির প্রতি মানুষের এভাবে ‘ভালোবাসা’ প্রকাশের দীর্ঘশ্বাসও বের হয়ে আসে তার মুখ থেকে।
ভিডিওর সঙ্গে দেওয়া মন্তব্যে তিনি লেখেন, ‘ছুটিতে শত-সহস্র মানুষ যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে ঘুরতে। ঘুরতে গিয়ে আমরা টুপ করে যেখানে খুশি সেখানেই ফেলে দেই চিপস এর প্যাকেট, বিস্কিটের প্যাকেট, পানির বোতল, পলিথিন।
এগুলোই আবার আমাদের কাছে ফিরে ফিরে আসে, তবে একটু ভয়ংকর রূপে।
সেইন্ট মার্টিনে মাছ কাটতে গিয়ে সন্ধান মিলেছে প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসার এই দৃষ্টান্ত!’
এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
তার ভিডিওটি ফেইসবুকে ভাইরাল হয়। অনেকে সেন্ট মার্টিনে গিয়ে প্লাস্টিকপণ্য পানিতে ফেলা বিষয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন মন্তব্যের ঘরে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-