ডেস্ক রিপোর্ট ◑ দীর্ঘ ২ মাস ১০ দিন নিখোজঁ থাকার পর জাহেদ আলম (৩০) এর কংকাল উদ্ধার হওয়ার ঘটনা নিয়ে এলাকায় তোলপাড়া সৃষ্টি হয়েছে।
কেউ বলছে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছে, আর কেউ বলছে ইয়াবা সংক্রান্ত বিরোধ ছাড়াও ডাকাতের কবলে পড়ে মারা গেছে।
রাজাপালং ইউনিয়নের অজ পাড়া গাঁ দোছরী মালিয়ার কূল গ্রামের বাসিন্দা জাহেদ আলমের পিতা শাহ্ আলম জানায়, তার ছেলে কোন অবৈধ অনৈতিক কাজে লিপ্ত ছিল না। ঐ দিন ভোরে সে গাছ কাটাঁর জন্য জঙ্গলে যাওয়ার পর থেকে নিখোজঁ হয়ে যায়। তার ছেলে কে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি।
উখিয়া থানা অফিসার ইনচার্জ মো: আবুল মনসুর জানান, শনিবার ভোর রাতে ফকিরবাপের ঘোনা থেকে জাহেদের কংকাল উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার সকালে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-