সোয়েব সাঈদ, রামু ◑
কক্সবাজারের রামুতে মাটির দিয়ে নির্মিত বসত ঘরের দেয়াল ধ্বসে ১ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছে। নিহত তৈয়বা আক্তার (২২) মোহাম্মদ রুবেলের স্ত্রী।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) শনিবার ভোরে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের নাপিতের ঘোনা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ ১ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান ওই এলাকার আবদুস ছালামের নির্মানাধিন মাটির বসত ঘরের দেয়াল আকষ্মিকভাবে ধ্বসে পড়ে। এতে তার পরিবারের ৩ সদস্য মাটির নিচে আটকে যান। পরে আশপাশের লোকজন গৃহকর্তার পুত্রবধু তৈয়বা আক্তার (২২) কে মৃত অবস্থায় উদ্ধার করে।
এছাড়া নিহতের শাশুড়ী আরেফা আকতার (৪৪) ও তাদের আত্বীয় রেহেনা আক্তারকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-