জাতিসংঘে রোহিঙ্গা রেজ্যুলেশন বিপুল ভোটে গৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল ভোটে রোহিঙ্গা শীর্ষক একটি রেজ্যুলেশন গৃহীত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজ্যুলেশনটি বিপুল সংখ্যাগরিষ্টতায় গৃহীত হয়। গত তিন বছর ধরে মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতনকে নিন্দা জানিয়ে রেজ্যুলেশনটি জাতিসংঘে গ্রহণ করা হচ্ছে।

নিউ ইয়র্ক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই রেজ্যুলেশনের পক্ষে ১৩৪টি দেশ ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় ৯টি দেশ। ২৮টি দেশ ভোটদানে বিরত থাকে।

অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে এই রেজ্যুলেশনটি গ্রহণের জন্য পেশ করে। এর আগে ১৪ নভেম্বর জাতিসংঘ থার্ড কমিটিতে এবং পরে ফিফথ কমিটিতে এটি অনুমোদিত হয়।

অন্যান্য বছরের মতো এবারো জাতিসংঘে বাংলাদেশ মিশন এই গোটা প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল।

আরও খবর