ডেস্ক রিপোর্ট ◑ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা কমিটি এবং ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম এবং তিন পার্বত্য জেলা জেলা থেকে ৮ জন স্থান পেয়েছেন। তবে এখনও সাতটি পদ শূন্য রয়েছে। এসব পদের মধ্যে চট্টগ্রামের দুয়েকজনকে রাখা হতে পারে নেতাকর্মীদের প্রত্যাশা।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের সমাপনী দিনে ৪২ জনের নাম ঘোষণা করা হয়। সেখানে চট্টগ্রাম থেকে স্থান পান প্রেসিডিয়াম সদস্য পদে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক পদে ড. হাছান মাহমুদ এবং দপ্তর সম্পাদক পদে ব্যারিস্টার বিপ্লব বড়–য়া।
গত বৃহস্পতিবার রাতে ধানমন্ডিতে দলীয় সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় দফায় কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিটিতে চট্টগ্রাম থেকে স্থান পান অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক পদে দলটির প্রয়াত প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের কন্যা ওয়াসিকা আয়েশা খান এমপি। তিনি কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ও দ্বিতীয়বারের মতো সংসদে প্রতিনিধিত্ব করছেন। চট্টগ্রামের জন্য তিনি বড় চমক। এছাড়া কমিটিতে উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আমিনুল ইসলাম আমিনকে স্বপদেই রাখা হয়েছে। রাঙামাটির এমপি দীপঙ্কর তালুকদারকেও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে বহাল রাখা হয়েছে।
এর আগে ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম কাউন্সিল অধিবেশনে প্রথম দফায় ঘোষিত কমিটির ৫১ সদস্যের উপদেষ্টা পরিষদে সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন ও প্রণব কুমার বড়ুয়াকে পুনরায় একই পদে রাখা হয়। সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা কমিটিতে আরো ১০টি পদ যোগ করা হয়।
তৃণমূলের নেতাকর্মীদের সাথে আলাপকালে তারা জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম থেকে যারা স্থান পেয়েছেন তারা সবাই নিজ যোগ্যতা বলেই স্থান পেয়েছেন। জাতীয় রাজনীতি এবং অর্থনীতিতে চট্টগ্রামের যে অবদান রয়েছে তাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আরো নতুন এক বা একাধিক নেতা স্থান পাওয়ার দাবি রাখে। যে সাতটি পদ এখনো বাকি আছে, সেসব পদে চট্টগ্রাম থেকে আরো নেতাকে সম্পৃক্ত করার জন্য তৃণমূলের নেতারা তাদের দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।
কমিটির বাকি ৭ সদস্যের মধ্যে সাংগঠনিক সম্পাদক একটি, শিল্প ও বাণিজ্য সম্পাদক একটি, কোষাধ্যক্ষ একটি, ধর্ম সম্পাদক একটি এবং তিনটি সদস্যপদ বাকি রাখা হয়েছে। এসব পদে নেতাদের নাম পরে ঘোষণা করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-