বিশেষ প্রতিবেদক ◑
কক্সবাজারে চলমান শিল্প ও বাণিজ্য মেলা থেকে তিন জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে জুয়ার খেলার সময় মেলা প্রাঙ্গণ থেকে হাতেনাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া এলাকার আমান উল্লাহর পুত্র নজরুল ইসলাম (২৩), একই ইউনিয়নের জয়নাল আবেদীনের পুত্র বাবুল (২৩) ও কক্সবাজার শহরের ঘোনার পাড়ার আবদুল মজিদের পুত্র নূরুল হক (৩৩)।
সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইন্সপেক্টর মাসুম জানান, কক্সবাজারে চলমান শিল্প ও বাণিজ্য মেলায় জুয়ার আসর বসানোর খবর পেয়ে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে সাবানসহ বিভিন্ন কিছুর উপর চাকা নিক্ষেপ জুয়া খেলার সময় হাতেনাতে ৩ জনকে আটক করা হয়। তবে অভিযান টের পেয়ে আরো কয়েকজন পালিয়ে যায়।
তিনি বলেন, কক্সবাজারে চলমান শিল্প ও বাণিজ্য মেলায় কোনোর ধরণের জুয়ার আসর বসতে দেয়া হবে না। বসালে ব্যবস্থা নেয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-