ইয়াবাসহ মা-মেয়ে আটক

ডেস্ক রিপোর্ট ◑ সিলেটে বৃহস্পতিবার রাতে মা-মেয়েসহ পাঁচজনকে বিপুল পরিমাণ ইয়াবা রাখার অভিযোগে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়।

জেলার জকিগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে মাদকসহ তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-৯ এর অ্যাডিশনাল এসপি মো. মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়পাথর গ্রামের মাদরাসা বাজার থেকে অভিযান চালিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মোল্লাপাড়া গ্রামের মানিক মিয়ার স্ত্রী শাহানা বেগম ও তার মেয়ে রোজিনা আক্তার মুক্তাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭৮৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদেরকে উদ্ধার হওয়া আলামতসহ জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর