কক্সবাজারে নির্মাণাধীন ৯ তলা ভবন থেকে ফেলে যুবককে হত্যা, আটক ৮

ডেস্ক রিপোর্ট ◑ কক্সবাজারে নির্মাণাধীন ৯ তলা একটি ভবন থেকে এক যুবককে ছুঁড়ে ফেলা হয়েছে। এতে ওই যুবক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। এ ঘটনায় ওই ভবনের নির্মাণকাজে নিয়োজিত ৮ শ্রমিককে আটক করেছে পুলিশ।

শুক্রবার বেলা আড়াই টার দিকে শহরের তারাবনিয়ার ছড়ায় খুরুশকুল সড়কে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আয়কর কার্যালয় সংলগ্ন ৯ তলা বিশিষ্ট একটি ভবনের নির্মাণকাজ চলছে। ভবনটির মালিক আবদুল মজিদ, তিনি সদরের খরুলিয়া এলাকার বাসিন্দা। নিমার্ণাধীন ওই ভবন থেকে হঠাৎ করে এক যুবককে রাস্তায় ছুঁড়ে দেয়া হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই যুবক। এর পরপরই পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) খাইরুজ্জামান জানান, ঘটনা সময় ওই ভবনের নির্মাণকাজ করছিল কিছু শ্রমিক। পুলিশ ঘটনাস্থল থেকে ৮ জন শ্রমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

ওই যুবককে ভবনের কত তলা থেকে ফেলা হয়েছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানাতে পারেননি তিনি।

আরও খবর