উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না অবস্থিত “তাওহিদীয়া মহিলা মাদরাসা হেফ্জখানা ও এতিমখানা” ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে কিতাব বিভাগ, নুরানী ও হেফ্জ বিভাগে আবাসিক-অনাবাসিক ছাত্র-ছাত্রী ভর্তি চলিতেছে আগ্রহী অভিভাবকগণ অফিস চলাকালীন সময়ে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিনীত অনুরোধ রইলো।
বিভাগ সমূহঃ➤
☞ কিতাব বিভাগ, হেফ্জ বিভাগ, নূরানী বিভাগ, মক্তব বিভাগ।
হেফজ বিভাগের বৈশিষ্ট্য সমূহঃ➤
•কেরাত বিভাগে প্রশিক্ষণ প্রাপ্ত হাফেজ/হাফেজা দ্বারা পাঠদান।
•বিশ্বনন্দিত কারী সাহেবদের অনুকরণে/লাহানে তেলাওয়াত অনুসরণ।
•সুন্নাতের বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের আমলদার হিসেবে গড়ে তোলা।
•শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা।
•মহিলা হেফজখানায় পবিত্র কুরআন মজিদ হেফ্জ সহ মিজানের জামাতসহ (পঞ্চম শ্রেণি) পর্যন্ত পাঠদান।
•হেফ্জ এর সাথে সাথে বালক-বালিকা উভয় বিভাগে বাংলা, ইংরেজি, গণিত সহ সাধারণ জ্ঞানের পাঠদানের ব্যবস্থা।
•মহিলা হেফজখানায় মহিলা হাফেজা শিক্ষিকা দ্বারা সম্পন্ন শরীয়ত সম্মত ভাবে পাঠদান।
•প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফ্রী প্রাথমিক চিকিৎসা প্রদান।
•বার্ষিক পুরস্কার বিতরণ ও শিক্ষা সফর।
•রুচিসম্মত খাবারের ব্যবস্থা।
•মাসিক রিপোর্ট এর ব্যবস্থা।
•গরীব, মেধাবী ও এতিম শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা।।
নুরানী বিভাগের বৈশিষ্ট্য সমূহঃ➤
•পূর্ণ কোরআন মজিদ (নাজেরা) সহীহ্ শুদ্ধভাবে পাঠদান।
•ক্লাসের পড়া ক্লাসে আদায়।
•হস্তলিপি বিশেষ গুরুত্ব।
•নির্বাচিত সূরা, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া মুখস্ত করণ।
•বাংলা, গণিত, ইংরেজি গুরুত্ব সহকারে পাঠ দান।
•পি টি /এসেম্বলি ক্লাস।
•অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান।
কিতাব বিভাগেঃ মুতাফাররকা ও খুছূছী জামাতসহ মিযান থেকে কুদূরী জামাত পযর্ন্ত ভর্তি চলছে।
পরিচালক✪
☞ হাফেজ মাওলানা ইকবাল তাওহিদী
⊕ পশ্চিম রত্না, উখিয়া, কক্সবাজার
✆ মোবাইলঃ 01812-884984
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-