ইউএনওর গাড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট ◑ বরগুনার পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে পাথরঘাটা মধ্য বাইনচুটকি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গাড়ির মধ্যে থাকা ইউএনও মো. হুমায়ুন কবির অক্ষত রয়েছেন। তবে ঘটনার পর তার গাড়ির চালক পালিয়ে গেছেন।

মোটরসাইকেল চালক বশির পঞ্চাইত (৩৫) ঘটনাস্থলেই মারা যান। তিনি কোকচিড়া ইউনিয়নের শিংড়াবুনিয়া গ্রামের খালেক পঞ্চাইতের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। গুরুতর আহত অন্য মোটরসাইকেল আরোহী মোয়াজ্জেম হোসেনকে (৪৫) বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার বাড়ি ভোলার লালমোহন থানায়।

জানা গেছে, ইউএনও তার সরকারি গাড়িতে বরগুনা জেলা প্রশাসকের কাছে যাচ্ছিলেন। বাইনচুটকি ফেরি ছাড়ার সময় ১০ মিনিট অতিবাহিত হয়ে যাওয়ায় ইউএনওর ড্রাইভার তাড়াহুড়া করে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় বাইনচুটকি ক্লাবের কাছে বাঁক ঘোরার সময় মোটরসাইকেল ও ইউএনওর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে দুটি গাড়িই দুমড়েমুচড়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও ইউএনওর গাড়ি উদ্ধার করে।

এ ব্যাপারে ইউএনও জানান, আমার গাড়ি রাইট সাইড দিয়ে চলছিল। ভুল করে মোটরসাইকেল চালক রং সাইডে এলে এ দুর্ঘটনা ঘটে।

পাথরঘাটা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, ইউএনওসহ গাড়ি উদ্ধার করে বরগুনা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর