কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৯ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ২৪ ডিসেম্বর সকাল ৮টা হতে ২৫ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন —
কক্সবাজার সদর থানার মামলা নং-৯৬(১২)২০১৯ ইং ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। আব্দুল আলী, পিতা- মৃত নওশেদ আলী, সাং- নোয়াখালী পাড়া, বাহারছড়া, থানা- টেকনাফ ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর থানার মামলা নং-৯৫(১২)২০১৯ ইং ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
২। হামিদুল হক প্রঃ জুলু, পিতা- মৃত আহাম্মদ হোসেন, সাং- হাকিম পাড়া, থাইংখালী, থানা- উখিয়া ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর থানার মামলা নং-৯৪(১২)২০১৯ ইং ধারা- ১৮৭৮ সনের আর্মস এ্যাক্ট এর ১৯(এ) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৩। মোঃ আব্দুল শুক্কুর, পিতা- মৃত মোঃ রফিক, সাং- সমিতিপাড়া, পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর থানার ননএফআইআর নং- ৪৯৮/১৯ইং ধারা- পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৪। বাবু রাখাইন, পিতা- মংলা চিং, সাং- গোল দিঘীর পাড়, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর থানার ননএফআইআর নং- ৪৯৭/১৯ইং ধারা- পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৫। মোঃ রফিক, পিতা- মোঃ শাহাব উদ্দিন, সাং- দঃ কুতুবদিয়া পাড়া, ফদনার ডেইল, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর থানার মামলা নং-৫৯(১২)২০১৯ ইং ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৬। মোঃ রাসেল মিয়া, পিতা- সামশুল আলম, সাং- মধ্যম কলাতলী, ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর থানার মামলা নং-৯৩(১২)২০১৯ ইং ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৭। মোঃ জুয়েল পাটোয়ারী, পিতা- মোঃ রফিক, সাং- হাট বাজার, সিলিয়াল কান্তি পাটোয়ারী বাড়ী, থানা ও জেলা- কক্সবাজার।
৮। মোঃ হাসান মিলন, পিতা- মোঃ সেলিম, সাং- পশ্চিম চরম মেথ, গজারিয়া, থানা- লাল মোহন, জেলা- ভোলা।
পরোয়ানা সংক্রান্তে আসামীঃ-
১। মোঃ উলা মিয়া, পিতা- প্রয়াকুব আলী, সাং- পূর্ব বামন কাটা, ইসলামপুর, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ খায়রুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-