কক্সবাজারে অর্ধকোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক ◑ কক্সবাজার-টেকনাফ সড়কের লিংকরোডের চেইন্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধ টাকার ৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা সহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ এক মেইল বার্তায় জানায়,২৪ ডিসেম্বর গোপন সংবাদে তারা জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য কক্সবাজার সদরের চেইন্দা বাজার সংলগ্ন পাকা রাস্তার উপর বটগাছের নীচে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে কক্সবাজারস্থ র‌্যাব-১৫’র একটি দল ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৯টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে পালিয়ে যাওয়ার সময় উখিয়া বালূখালী ২নং ওয়ার্ড’র আলী হোছাইন ও হালিমা খাতুনের পুত্র নুরুল আমিন (৪০) এবং রামুর পশ্চিম চাকমার কুল, ভুতপাড়া ৯নং ওয়ার্ডের মোঃ হাবিবুর রহমান ও আরেফা বেগমের পুত্র মোঃ আশিকুর রহমান রনি (২৬)তে হাতেনাতে আটক করে।

এসময় একই এলাকার মৃতঃ নুরুল ইসলাম মাষ্টারের পুত্র মোঃ হাবিবুর রহমান (৫৭) সু-কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদের হাতে থাকা শপিং ব্যাগ এবং দেহ তল্লাশী করে সর্বমোট ৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪৮ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা।

র‌্যাব-১৫ আরও জানায়, আটক আসামীদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ পলাতক আসামীসহ মাদকদ্রব্য (ইয়াবা) ব্যবসার সাথে জড়িত। গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত মালামাল এবং পলাতক আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও খবর