ডেস্ক রিপোর্ট ◑ পেটের ভেতরে তিন হাজার ৮৫৭টি ইয়াবা আনার অভিযোগে গ্রেপ্তার শফিক উল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য দু’দিন রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত বুধবার এই আদেশ দেন। এর আগে আসামি শফিক উল্লাহকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাত দিন রিমান্ড চায় বিমানবন্দর থানার পুলিশ।
জানা যায়, মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীর সদস্যরা সকাল ১০টার দিকে অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কক্সবাজার থেকে আসা আসামি শফিক উল্লাহকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তার পেটের ভেতর ইয়াবা রয়েছে। তখন আসামি শফিক উল্লাহ বাথরুমে যান। মল ত্যাগের মাধ্যমে ইয়াবা বের করে দেন।
শফিক উল্লাহ কক্সবাজারের টেকনাফ থানার নোয়াখালীপাড়ার বাসিন্দা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-