কক্সবাজারে বিএসটিআই’র অভিযানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারে অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে বিএসটিআই।

মঙ্গলবার কক্সবাজার সদর উপজেলায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এতে ঢাকার বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারএর নেতৃত্বে বিএসটিআই জেলা অফিস কক্সবাজারের কর্মকর্তা তাপস মল্লিক, মোহাম্মদ সাইফুর রহমান, ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

অভিযানে কলাতলী এলাকায় মেসার্স বেষ্ট ওয়েস্টার্ন হেরিটেজ কর্তৃক উৎপাদিত পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যাতীত উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা মাত্র জরিমানা করা হয়। এছাড়া পূর্ব লাহার পাড়া এলাকায় একই আইনে মেসার্স নিউ ঢাকা ফুড প্রোডাক্টস্ কর্তৃক উৎপাদিত পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যাতীত উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সীল গালা করা হয়।

এছাড়া লিংক রোড এলাকায় অবস্থিত মেসার্স ফয়েজ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন ও বাস টার্মিনাল এলাকায় অবস্থিত মেসার্স ক্যাপ্টেন কক্স ফিলিং স্টেশনের ডিজেল, অকটেন ও পেট্রোলের পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া যায়।

আরও খবর