সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল ◑
কক্সবাজার শহরের রাখাইনপাড়া থেকে মাদক সেবনকালে কথিত সাংবাদিক পরিচয়ধারী মোঃ হারুন রশিদকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।
২৩ ডিসেম্বর (সোমবার) মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে মাদক সেবনকালে তাকে হাতে-নাতে আটক করা হয়। ২৪ ডিসেম্বর কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই ব্যক্তিকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই আটক হারুন দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন মানুষকে হয়রানি করে আসছিল। এমনকি কি আগেও বেশ কয়েকবার চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় পুলিশের জালে ধরা পড়েছিল ওই হারুন। জেল থেকে জামিনে ছাড়া পাওয়া মাত্রই নানা অপরাধে জড়িত হয়ে পড়ে সাংবাদিক পরিচয়ধারী ওই হারুন। সে আটক হওয়ায় এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
কক্সবাজার মাদকদ্রব্য অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মালেক তালুকদার বলেন, মাদক সেবনকালে মো. হারুন রশিদকে আটক করা হয়েছে। সে প্রথমেই সাংবাদিক পরিচয় দিয়েছে। আসলেই সেই একজন কথিত সাংবাদিক। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে ৩ মাসের কারাদন্ড দেন। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-