ডেস্ক রিপোর্ট ◑ ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদিগামী মো. ইউনুস নামের এক যাত্রীর কাছ থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা প্রায় ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৮টায় এয়ার এরাবিয়ার জি ৫২৭ ফ্লাইট যোগে যাত্রী মো. ইউনুসের শারজাহ হয়ে জেদ্দা যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে প্রথম চেকিং পার হওয়ার সময় স্কেনিং মেশিনে ওই যাত্রীর ট্রলি ব্যাগে ইয়াবাগুলো ধরা পড়ে। পরে ব্যাগ থেকে থেকে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করে।
আটক মো. ইউনুসের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করে পতেঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-