নিজস্ব প্রতিবেদক, টেকনাফ ◑
টেকনাফে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে।
২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় বর্ষপূর্তি অনুষ্টান উপলক্ষে র্য্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ছৈয়দ হোছাইনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাইফ উদ্দিন সাইফ।
ইত্তেফাকের সংবাদদাতা জসিম উদ্দিন টিপুর সঞ্চলনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আবুল মনসুর,উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আহমদ জমিরী, উপজেলা একাডেমীক সুপার ভাইজার মো: নূরুল আবছার, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী,সিনিয়র সাংবাদিক আশকুল্লাহ ফারুকী।
এতে সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, নুরুল হক,আব্দুর রহমান,মুহাম্মদ ছলাহ উদ্দিন, আমানুল্লাহ কবীর, গিয়াস উদ্দিন ভূলু, মুহাম্মদ জাহাঙ্গীর আলম,সাদ্দাম হোসাইন,শামসুদ্দিন,বিশিষ্ট উন্নয়নকর্মী এইচএন আমানসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে ইত্তেফাকের ৬৭ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-