নিজস্ব প্রতিবেদক ◑ টেকনাফে অভিযান চালিয়ে সাড়ে ৫ হাজার ইয়াবা সহ একজনকে আটক করেছে র্যাব। সোমবার বিকেলে হোয়াইক্যং নয়াবাজার বাবুল মার্কেট এর সামনে থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
আটক হলেন, হোয়াইক্যং ইউনিয়নের নয়া বাজার পশ্চিম সাতঘরিয়া পাড়ার আমিনুলের ছেলে আবু তাহের (৩০)।
র্যাব-১৫ এর কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার বাবুল মার্কেট এর সামনে কাঁচা সড়কে ইয়াবা বেচাকেনার উদ্দেশ্যে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আবু তাহের কে আটক করা হয়। তার সহযোগী জমির, নাছির, হামিদ সহ চারজন পালিয়ে যায়। ওই সময় তার কাছ থেকে ৫ হাজার ৫০১ টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার দাম আনুমানিক ২৭লাখ সাড়ে ৫০হাজার টাকা।
এ ঘটনায় মামলা দায়েরের পর ইয়াবাসহ ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-