গিয়াস উদ্দিন ভূলু, কক্সবাজার জার্নাল ◑
টেকনাফ ২ বিজিবি সদস্যদের অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার। গফুর ও রবি আলম নামে দুই মাদক ব্যবসায়ী আটক।
তথ্য সূত্রে জানা যায়, গত ২১ ডিসেম্বর শনিবার গভীর রাত ১১টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বরত সদস্যরা গোপন সংবাদ পেয়ে হোয়াইক্যং নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ আব্দুল গফুর (৩০) এবং মোহাম্মদ আলীর পুত্র মোঃ রবি আলমের বসত-বাড়ি তল্লাশী করে খাটের উপর বসা অবস্থায় দুইজনকে আটক করে। খাটের নীচ হতে উদ্ধার করা ইয়াবা ভর্তি পুটলা ৩টি পুটলা পাওয়া যায়। তার ভিতর থেকে পাওয়া ইয়াবা গুলো গণনা করে ৯০ লক্ষ টাকা মূল্যমানের ৩০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
সত্যতা নিশ্চিত করে ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ফয়সল হাসান খান বলেন, ইয়াবাসহ আটক ২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-