ইন্টারন্যাশনাল ডেস্ক : মিয়ানমারের একটি আদালতে শুক্রবার শিশুসহ ৯৩ জন রোহিঙ্গাকে হাজির করা হয়েছিলো। এসময় তাদের কান্নায় ভারি হয়ে উঠেছিলো আদালত প্রাঙ্গণ। যদিও এতে মন গলেনি বার্মিজ বিচারকদের।
উপযুক্ত কাগজ ছাড়া ভ্রমণ করায় অপরাধে গত ২৮ নভেম্বর গ্রেপ্তার করা হয়েছিলো এসব রোহিঙ্গাদের। তারা মিয়ানমারের পশ্চিমে অবস্থিত রাখাইন থেকে ইরাওয়াদি পালানোর সময় তাদের আটক করা হয়। ৯৩ জনের এই দলে ২৩ জন শিশুও রয়েছে।
আটককৃত এসব রোহিঙ্গাদের শুক্রবার পাথেইন এলাকার একটি আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন ল দিন ধার্য করা হয়েছে আগামী ৩ জানুয়ারি। অভিযোগ প্রমাণিত হলে আটক রোহিঙ্গাদের সর্বোচ্চ দুই বছরের কারাদ- হতে পারে।
আদালতে রোহিঙ্গাদের আইনজীবী থাজিন মিইন্ট মিয়াত উইন বলেন, ‘রাখাইন প্রদেশের পরিস্থিতি অনেক খারাপ বলে তারা পালাতে চেয়েছিল।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-