সিএনজির হেডলাইটে লুকিয়ে ইয়াবা পাচার: টেকনাফের আমিন আটক

নিজস্ব প্রতিবেদক ◑

কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২০ ডিসেম্বর) মেরিনড্রাইভ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত সিএনজি চালক টেকনাফের হোয়াইক্যংয়ের দৈংগাকাটা এলাকার আবদুল গফুরের ছেলে মোঃ আমিন (২৯)।

বিজিবি একটি মেইল বার্তায় জানায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুখাল চেকপোষ্ট হাবিলদার শাকিনুর রহমান নেতৃত্বে নিয়মিত তল্লাশি সময় হোয়াইক্যং হতে কক্সবাজারগামী সিএনজি তল্লাশি করে হোয়াইক্যং হতে কক্সবাজারগামী সিএনজি তল্লাশী করে ড্রাইভারের সামনে হেডলাইটে ভিতরে লুকায়িত অবস্থায় ১০ হাজার ইয়াবাসহ একটি সিএনজি, একটি মোবাইল ফোন ও সিএনজি চালককে আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের সর্বমোট মূল্য সাড়ে ৩৪ লাখ ১হাজার টাকা।

আটককৃত আসামিকে ইয়াবাসহ রামু থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় বিজিবি।

আরও খবর