মোঃ শাহীন, টেকনাফ
টেকনাফে অবহেলিত ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষ ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার রাত ৮ টা থেকে ৯ টা পর্যন্ত টেকনাফ পৌরসভা ও সাবরাং ইউনিয়ন এলাকায় অসহায় শতাধিক নারী-পুরুষ ও শিশুদের মাঝে কম্বল ও জ্যাকেট বিতরণ করেন।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে তীব্র শীতে যখন যবুথবু জনজীবন। দুর্ভোগে অসহায় খেটে খাওয়া মানুষ। ঠিক তখনই টেকনাফ উপজেলায় ফুটপাতে শীতবস্ত্রহীন রাত্রীযাপন করা অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল ও শিশুদের মাঝে জ্যাকেট বিতরণ করা হয়।
তিনি বলেন, আমি মনে করি, শীতার্ত এসব দরিদ্র ও অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবানদের সহায়তা করা উচিত।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-