নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ◑
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালায় বন্য হাতির আক্রমণে মনির আহাম্মদ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) ভোররাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চাকঢালার কালুকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনির আহাম্মদ ওই এলাকার বেলায়ত আলীর ছেলে।
৪নং ওয়ার্ডের মেম্বার আব্দু রহমান বন্য হাতির আক্রমণের ঘটনাটি নিশ্চিত করে তিনি বলেন, বন্য হাতি আক্রমণের ঘটনা উপজেলা প্রশাসনকে জানানোর সাথে সাথে ইউ,এন,ও মহোদয় দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহত পরিবারের খোঁজখবর এবং বিস্তারিত ঘটনার কথা শুনে তাৎক্ষণিক শীতের কম্বল ও খাওয়ার তুলে দেন নিহত পরিবারের হাতে।
নিহতর বড় ভাই শামশুল আলম জানান, প্রতিদিনের মতো আমার ছোট ভাই মনির আহাম্মদ ও তার ছোট মেয়ে রাতে পাকা ধান মাড়াই এবং পাহাড়া দিতে ধান খোলা মাঠে যায়। কিছুক্ষণ ধান মাড়াই কাজ সেড়ে ঘুমাতে গিয়ে ভোর রাতে অনুমানিক রাত ২টায় পাশের পহাড় থেকে বন্য হাতি তেড়িয়ে আসার শব্দ শুনে ঘুম থেকে জেগে কন্যাসন্তানকে নিরাপদে রেখে এবং সু-চিৎকার করে। সু-চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই হাতি শুঁড় দিয়ে টেনে এবং পা দিয়ে আঘাত করলে মনির আহাম্মদ ঘটনাস্থলে প্রাণ হারায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-