বলরাম দাশ অনুপম, কক্সবাজার ॥
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় জয়নাল আবেদীন জয়নাল নামের এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের পূর্ব নোনাছড়ি এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত জয়নাল ওই এলাকার মুফিজুর রহমান মজু বলীর পুত্র। এছাড়াও আটক করা হয়েছে একই এলাকার এলাদনের পুত্র সন্ত্রাসী শাহজাহান ও ফজল করিমের পুত্র আবছারকে। ঘটনাস্থল থেকে ১ট বন্দুক ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান-সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য কালারমারছড়া ইউনিয়নের পূর্ব নোনাছড়ি এলাকায় অভিযানে যায় র্যাবের একটি দল। এসময় র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ি উৎপেতে থাকা সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় ডাকাত জয়নাল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-