ডেস্ক রিপোর্ট ◑ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে বিএনপি নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাসকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে সরকারের প্রভাব খাটানোর পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই ক্ষমতাসীন দলের আমন্ত্রণ পেলেন বিএনপি নেতারা।
শুক্র ও শনিবার এই সম্মেলন অনুষ্ঠিত হতে হবে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এই আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন বিএনপির সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-