চট্টগ্রামে বন্দর ও সেনাবাহিনীতে নিয়োগ দেয়ার নামে প্রতারনা, আটক ৪

ডেস্ক রিপোর্ট ◑ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর সদস্যরা চট্টগ্রাম বন্দর, কাস্টমস হাউস এবং সেনাবাহিনীতে নিয়োগ দেয়ার নাম করে অসংখ্য মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রিপন সিকদার (৩০), আনোয়ারুল হোসেন প্রকাশ আতিক (৪৫) এবং মো. তোফাজ্জল হোসেন (৫৪)।

চট্টগ্রামের খুলশিস্থ পিবিআই সদর দপ্তরে বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিং-এ এই চক্রকে গ্রেপ্তারের বিস্তারিত জানিয়েছে পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈন উদ্দিন।

প্রেস ব্রিফিং-এ পিবিআই জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন ধরে চট্টগ্রাম বন্দর, কাস্টমস এবং সেনাবাহিনীতে নিয়োগ দেয়ার নাম করে সারা দেশের অসংখ্য মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। গোপন অনুসন্ধানের ভিত্তিতে পিবিআই এই চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়। এরপর গত ১২ ডিসেম্বর ঢাকা থেকে এক ব্যক্তিকে এবং তার দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে চট্টগ্রামের পাঠানটুলি এলাকার একটি আবাসিক হোটেল থেকে আরো দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একাধিক ভুয়া নিয়োগপত্র, নিয়োগ পরীক্ষার ভুয়া প্রবেশপত্র, পুলিশ ক্লিয়ারেন্স, প্রশ্নপত্র ও উত্তরপত্র, পেনড্রাইভসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আরও খবর