রোহিঙ্গা গণহত্যা মামলার রায় অপেক্ষমাণ, কক্সবাজারে মিয়ানমার প্রতিনিধিরা

মুহিবুল্লাহ মুহিব ◑ আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় অপেক্ষমাণ রয়েছে। এ অবস্থায় আবারো রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করতে কক্সবাজারে প্রতিনিধি দল পাঠিয়েছে মিয়ানমার।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছায় প্রতিনিধি দলটি। ৭ সদস্যের প্রতিনিধি দলে কারা রয়েছেন তা এখনো জানা যায়নি।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান, প্রতিনিধি দলটি প্রথমে কুতুপালংয়ের ৪ নং ক্যাম্পে যাবেন। সেখানে রোহিঙ্গা নেতাদের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন।

উল্লেখ্য, রোহিঙ্গা গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি সম্পর্কিত কনভেনশন লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) মামলা করে গাম্বিয়া। ওই মামলাটি শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে। এরই মধ্যে আবারো প্রতিনিধি দল পাঠালো মিয়ানমার।

আরও খবর