টেকনাফে ইয়াবাসহ মাদক পাচারকারী আটক: সিএনজি জব্দ

গিয়াস উদ্দিন ভূলু, কক্সবাজার জার্নাল ◑

টেকনাফ ২ বিজিবির অভিযানে সিএনজির ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমান ইয়াবাসহ সিএনজি চালক নুর হোসেন আটক।

তথ্য সূত্রে জানা যায়, ১৭ ডিসেম্বর সকাল ৯টার দিকে বাহাছড়া ইউনিয়ন শীলখালী মেরিন ড্রাইভ সংলগ্ন অস্থায়ী চেকপোস্টে দায়িত্বে থাকা সদস্যরা গোপন সংবাদের তথ্য অনুযায়ী কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশী করে চালকের সীটের নীচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ইয়াবা ভর্তি একটি পুটলা উদ্ধার করা হয় এসময় মাদক পাচার কাজে ব্যবহার হওয়া ৪ লক্ষ টাকা মূল্যমানের সিএনজিটিও জব্দ করা হয়।

এরপর ইয়াবা গুলোর সাথে জড়িত থাকার অপরাধে ‘চালক’ টেকনাফ সদর ইউনিয়ন বটতলী এলাকার মোঃ নুরুল ইসলামের পুত্র নুর হোসেন(২৮) কে আটক করা হয়। একটি পুটলা থেকে ৪ হাজার ৮শ ৭০পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার বাজার মূল্য ১৪ লক্ষ ৬১হাজার টাকা হবে বলে জানায় বিজিবি।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ফয়সল হাসান খান জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়ের করার পর টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

আরও খবর