রামুতে কিশোরীকে জবাই করে হত্যা

মোহাম্মদ রহিম ◑

রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে খুরশিদা বেগম (১৪) নামের এক কিশোরীকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর পর হত্যাকারি কিশোর মুফিজুর রহমান (১৭) নিজে নিজে ছুরিকাঘাতে আত্মহত্যা চেষ্টা চালিয়েছে। এতে মুমুর্ষাবস্থায় মুফিজুর রহমানকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪ টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়া পালং এর টাইংগাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খুরিশদা বেগম (১৪) ওই এলাকার মোহাম্মদ হোসেনের কন্যা। হত্যাকারি কিশোর মুফিজুর রহমান (১৭) একই এলাকার মোহাম্মদ হোসাইনের পুত্র।

ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) ছৈয়দ আলম সুলতান জানান, খুরশিদাকে নিজ বাড়িতে ঢুকে মুফিজুর রহমান জবাই করে হত্যা করে। ঘটনার পর বাড়ির বাইরে এসে মুফিজুর রহমান নিজে নিজে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করলে মুমুর্ষাবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

আরও খবর