টেকনাফ প্রতিনিধি : টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব। সোমবার দুপুরে মেরিন ড্রাইভ সংলগ্ন ২৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সামনে থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়। আটক শওকত আলী (২৩), বাহারছড়া ইউপি নোয়াখালী পাড়ার ফরিদ আহাম্মদের ছেলে।
র্যাব-১৫ এর কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মেরিন ড্রাইভ সংলগ্ন ২৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সামনে ইয়াবা বেচাকেনার উদ্দেশ্যে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবককে আটক করা হয়।ওই সময় তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে নয় হাজার তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার মূল্য আনুমানিক ৪৫ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের পর ইয়াবাসহ ধৃতকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-