সমকাল ◑
গাজীপুরে একটি ফ্যান কারখানায় আগুনে পুড়ে ১০ জন নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় সদর উপজেলার হারিনালে লাক্সারি ফ্যান তৈরির কারখানায় এ ঘ্টনা ঘটে।
কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহাদত সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা পৌনে ৬টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহাদত।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-