গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল ◑
টেকনাফে বিজিবি সদস্যরা একটি অভিযান পরিচালনা করে পৌরসভা নাইট্যং পাড়া এলাকায় এক বসত-বাড়ি তল্লাশী করে ইয়াবাসহ নুর কামাল নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে।
তথ্য সূত্রে জানা যায়,১৫ ডিসেম্বর গভীর রাত ১টার দিকে টেকনাফ ২ বিজিবি সদর বিওপির দায়িত্বরত একটি বিশেষ টহল দল গোপন সংবাদ পেয়ে টেকনাফ পৌরসভা নাইট্যং পাড়া এলাকার লাল মিয়ার বসত-বাড়িতে অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ লাল মিয়ার পুত্র মোঃ নুর কামাল (৩৫) কে আটক করা হয়। এসময় অভিযানের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারে জড়িত এক যুবক ঘরের বেড়া কেটে সু-কৌশলে পালিয়ে যায়।
সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ফয়সল হাসান খান (পিএসসি) জানান,আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার পর টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-