লোহাগাড়ায় অবহেলিত শহিদ মিনার!


রাত পোহালেই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। তার পরেও পরিচর্যার ছোঁয়া লাগেনি লোহাগাড়া বটতলী মোটর স্টেশনস্থ পোষ্ট অফিসের সামনের শহিদ মিনারটি।

বিজয় দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শহীদ মিনার ধোঁয়া- মোছার কাজ চললেও ইে শহীদ মিনারটির কোন পরিচর্যা বা ধোঁয়া মোছার কাজ হয়নি। অরক্ষিত রয়েছে শহিদ মিনারটি।

ছবি ও প্রতিবেদন সাংবাদিক “জাহেদুল ইসলাম” লোহাগাড়া

আরও খবর