রাত পোহালেই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। তার পরেও পরিচর্যার ছোঁয়া লাগেনি লোহাগাড়া বটতলী মোটর স্টেশনস্থ পোষ্ট অফিসের সামনের শহিদ মিনারটি।
বিজয় দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শহীদ মিনার ধোঁয়া- মোছার কাজ চললেও ইে শহীদ মিনারটির কোন পরিচর্যা বা ধোঁয়া মোছার কাজ হয়নি। অরক্ষিত রয়েছে শহিদ মিনারটি।
ছবি ও প্রতিবেদন সাংবাদিক “জাহেদুল ইসলাম” লোহাগাড়া
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-