পরিবেশ সু-রক্ষায় এগিয়ে আসুন

প্রবালদ্বীপ সেন্টমার্টিনকে বাঁচাতে এগিয়ে আসুন- ক্যাপ্টেন ওয়াসিম মকসুদ

গিয়াস উদ্দিন ভুলু,সেন্টমার্টিন থেকে ◑
সারাবিশ্বে আলোচিত পর্যটন খ্যাত দেশের একমাত্র পর্যটন স্পট হচ্ছে প্রবালদ্বীপ সেন্টমাটিন। সেই দ্বীপের পরিবেশ ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষা করার জন্য অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড ও পরিবেশ অধিদপ্তর।

দ্বীপে অবৈধ স্থাপনা নিমার্ণ,অবৈধ কারেন্ট জাল ব্যবহার,সমুদ্র তল হতে বালি ও পাথর উত্তােলন, সামুদ্রিক প্রবালসহ পরিবেশের হুমকি সৃষ্টিকারী কর্মকান্ড বিষয়ে ১৫ ডিসেম্বর বেলা ১২ টায় সেন্টমাটিন জেটিঘাট বীচ এলাকায় জনসচেতনতামুলক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম ওয়াসিম মকসুদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক মিজানুর রহমান মজুমদার,পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোলায়মান হায়দার,বিসিজি ব্রাঞ্চ(অগ্রযাত্রা)র কমান্ডেড ক্যাপ্টেন এম নাজমুল হাসান, বিসিজিএম কামরুজ্জামানের অধিনায়ক কমান্ডার এম ইমাম হাসান আজাদ, পূর্ব জোনের স্টাফ অফিসার লে.কমান্ডার সাইফুল ইসলাম, কোস্টগার্ড টেকনাফ ষ্টেশন কমান্ডার মোঃ সোহেল রানা, সেন্টমাটিন স্টেশন কমান্ডার খন্দকার শাফাকাত হোসেন, সেন্টমাটিন ইউপি চেয়ারম্যান নুর আহমদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও পর্যটকবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন- এই দ্বীপ আমাদের সকলের এই দ্বীপকে টিকিয়ে রাখার জন্য দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা করার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।

পরিবেশে ও দ্বীপের ক্ষতি হয় এমন কিছু করা থেকে আমাদের বিরত থাকতে হবে। পাশাপাশি বিদেশী পযটকদের কাছে আরো আকর্ষনীয় করে সমুদ্রসৈকতকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং সামুদ্রিক প্রবাল, কোরাল,কাছিম রক্ষা করতে হবে।

এছাড়া বীচ এলাকায় রাতের বেলায় আলো জ্বালানো, জোরে শব্দ করা থেকে বিরত থাকতে হবে। তিনি আরো বলেন- সীমান্তের মাদক ও মানবপাচাররোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান। উক্ত সচেতনতামূলক সভায় সহযোগিতায় ছিলেন পোর্টল্যান্ড গ্রুপ।

আরও খবর