শাহেদ মিজান :
কক্সবাজার শহরের ছিনতাইকারী নূরুন্নবী প্রকাশ ‘ভুদিঙ্গা’র গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। রোববার (১৫ ডিসেম্বর) সকালে তার লাশ মর্গে পড়ার থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা তা সনাক্ত করেন। নিহত নূরুন্নবী প্রকাশ ‘ভুদিঙ্গা’র শহরের টেকনাইফ্যা পাড়া এলাকার মৃত আবদুল করিমের পুত্র।
নিহত নূরুন্নবী প্রকাশ ‘ভুদিঙ্গা’র পরিবারের সদস্যরা জানান, তিনদিন আগে শহরের খুরুশ্কুল রাস্তারমাথা এলাকা থেকে সাদাপোশাকের একদল লোক নূরুল আমিন প্রকাশ ‘ভুদিঙ্গা’কে তুলি নিয়ে যায় বলে বলে পরিবারের সদস্যরা জানতে পারেন। এর পর প্রশাসনের বিভিন্ন দপ্তরে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ রোববার সকালে মর্গে লাশ পড়ে থাকার খবর পেয়ে তা সনাক্ত করা হয়।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, এ ব্যাপারে পুলিশ কিছু জানে না। তবে মর্গে লাশ থাকার খবর পেয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-